প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাটের অধীনে অভিনেত্রী জেরিন খান এই প্রথম একটি হরর চলচ্চিত্রে কাজ করবেন। ‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’ নামের এই চলচ্চিত্রটির জন্য তিনি প্রতি রাতে হরর সিরিজে আর হরর চলচ্চিত্র দেখে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া চলচ্চিত্রের নির্মাণ শুরুর আগে তিনি বেশ কিছু কর্মশালায়ও অংশ নেবেন।
জেরিন বলেছেন, “আমি আগে হরর ফিল্মে কাজ করিনি। এটি অবশ্যই আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি কাজ করার জন্য আগ্রহী।”
চলচ্চিত্রটিতে তার ভূমিকা সম্পর্কে নির্মাতারা তাকে কিছু আভাস দিতে নিষেধ করেছে।
চলচ্চিত্রে জেরিনকে সর্বশেষ দেখা গেছে বিষয় পান্ড্য’র ‘হেইট স্টোরি থ্রি’তে।
‘নাইন্টিন টোয়েন্টিওয়ান’ ফিল। এটির কাহিনী একটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক শহরকে ঘিরে। মে মাসে এটির শুটিং শুরু হবে। পুরো শুটিং হবে লন্ডনে। এটি ভাটের পঞ্চম ফিল্ম। তার আগের চলচ্চিত্রগুলো ‘রাজ’, ‘নাইন্টিন টোয়েন্টি’, ‘হন্টেড’ এবং ‘হেইট স্টোরি’। ভাট রিলায়েন্স এন্টারটেইনমেন্টের এবং তার ব্যানারের যৌথ উদ্যোগে ফিল্মটি নির্মাণ করবেন।
জেরিনকে আগামীতে দেখা যাবে ২০০৬ সালের ‘আকসার’ ফিল্মের সিকুয়েল ‘আকসার টু’তে। অনন্ত মহাদেবন ফিল্মটি পরিচালনা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।