Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা জঙ্গি চিরতরে নির্মূল করতে হবে

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামী ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফান্সে সফল করার লক্ষে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন (সুমন), সহকারী কমিশনার ভুমি শেখ শামছুল আরেফিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এস ফারহানা, উপজেলা প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যান, ব্যাংকের ম্যানেজার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলোচকবৃন্দ বলেন, এখন থেকে জঙ্গি চিরতরে নির্মুল করতে হবে। তাহলে সকলের সহযোগিতা দরকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মূল

২৬ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ