বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর সালথায় কাইজ্জা নির্মূলকরণ বৈঠকের ১৬ ঘণ্টার মাথায় ফের কাইজ্জা। আহত ৩০ জন, আবারো কাইজ্জার আশঙ্কা করছে এলাকাবাসী। গতকাল সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত স্থানীয় ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে ৩ দফায় থেমে থেমে এ কাইজ্জার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ কাইজ্জায় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানায় যায়, গত বুধবার, উপজেলার শিহিপুর গ্রামের ইউসুফ মাতুব্বরের সমর্থক খোকন মাতুব্বরের সিঙ্গারা-পুরি ভাজার চুলা ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে, প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বর ও বাসার মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ কাইজ্জার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয় এবং কমপক্ষে ১৫-২০ টি বাড়ি ভাঙচুর করা হয় বলে ক্ষতিগ্রস্থরা সাংবাদিকদের জানিয়েছেন।
উল্লেখিত ঘটনার সূত্রধরে, গতকাল, সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য সালথার দাঙ্গা ও কাইজ্জা নির্মূলকরণে গত ২৪ বুধবার দুপুর ১২ টায় অত্র উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক বৈঠকের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মহান উদ্যোগকে তাৎক্ষনিক স্বাগত জানায়েছেন এলাকাবাসী। কিন্তু সেখানে আবারো ১৬ ঘণ্টার মাথায় ফের ঘটলো এ কাইজ্জার ঘটনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।