Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি খোঁজে তুরাগ থানার শত শত বাড়িতে তল্লাশি গ্রেফতার হয়নি কেউ

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জঙ্গি কিংবা অপরাধী সন্দেহে রাজধানীর উত্তরা জোনের তুরাগ থানা এলাকায় কয়েকশ’ বাড়িতে শনিবার রাতে তল্লাশি চালিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে অভিযানে কাউকে আটক কিংবা গ্রেফতার করতে পারেনি। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব-ই-খোদা বলেন, শনিবার রাতে দলিপাড়া, আখালিয়া ও এর আশপাশ এলাকার অন্ততঃ ৩-৪শ’ বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে সন্দেহজনক কাউকে গ্রেফাতর কিংবা আটক করা যায়নি।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিধান ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উত্তরা বিভাগের এডিসি শাহেন শাহ, এসি আতিকুর রহমানসহ উত্তরার কয়েকটি থানার ওসি এবং র‌্যাব-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।
উত্তরা থানার এসআই সুমন শিকদার জানান, রাত ১১টা থেকে দেড়টা পযন্ত বøক রেড অভিযান পরিচালনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ