Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফির টিমমেট হতে পেরে খুশি মুশফিক

দল-বদলের আনুষ্ঠানিকতা শেষ আজ

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঢাকার ঘরোয়া ক্লাব ক্রিকেটে তো দূরের কথা, বিপিএলেও মাশরাফির দলে কখনোই খেলা হয়নি মুশফিকুরের। এই প্রথম আইডল মাশরাফির সঙ্গে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন মুশফিক। তাতেই ভীষণ খুশি মুশফিকুর রহিম। মোহামেডান ছেড়ে এবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে গতকাল সাইন করতে এসে মিডিয়াকে সেই খুশির কথাই জানিয়েছেন মুশফিক ‘প্রথমবার আমরা দু’জন একসঙ্গে খেলতে যাচ্ছি। আমার জন্য এটা অনেক বড় সম্মান, ওনার মতো একজনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও এক দলে খেলতে পারা।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে লম্বা ক্যারিয়ারে মুশফিক কখনো ট্রফিতে হাত রাখতে পারেননি। ২বার তার নেতৃত্বে দল (শেখ জামাল ধানমন্ডি ও প্রাইম দোলেশ্বর) পেয়েছেন রানার্স আপের স্বাদ। সে কারণেই ঢাকার ঘরোয়া ক্রিকেটে শিরোপার স্বাদ পাওয়া মাশরাফির সঙ্গে এবার রূপগঞ্জে খেলার সুযোগকে স্মরণীয় করে রাখার স্বপ্ন দেখছেন মুশফিক ‘আশা করব যেন এটা স্মরণীয় করে রাখতে পারি। আমরা চেষ্টা করব সেভাবেই পারফর্ম করতে।’
প্রিমিয়ার ডিভিশনে এবারো শক্তিশালী দল করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পুলের ক্রিকেটার মাশরাফি ছাড়াও আছেন মোশারফ রুবেল এই দলটিতে। তাই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলার চ্যালেঞ্জটা নিয়েছেন মুশফিক ‘প্রতি বছরই নতুন চ্যালেঞ্জ থাকে। আর যেহেতু এবার নতুন ক্লাবে খেলছি, তাদেরও লক্ষ্য আছে, আমারও কিছু ব্যক্তিগত লক্ষ্য আছে। আশা করি, লক্ষ্য পূরণ করতে পারব। আমাদের ক্লাব অন্যান্য ক্লাবের মত শক্তিশালী না হলেও খারাপ নয়। সিনিয়র-জুনিয়র মিলিয়ে মোটামুটি ভালো দল হয়েছে। এবার মাঠে পারফর্ম করার পালা।’
তবে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২৬ এপ্রিলের পর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার সুযোগ নেই। সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারবেন জাতীয় দলের ক্রিকেটাররা। পেশাদার ক্রিকেটার হিসেবে এই চার ম্যাচে পারফর্মে সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন মুশফিক- ‘যে ক’টি ম্যাচই খেলি, আমাদের অবদান রাখার অনেক সুযোগ আছে। কারণ ক্লাব অবশ্যই চাইবে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো করুক। আর জাতীয় দলে আমরা যেভাবে খেলছি, সেই ধারাবাহিকতাও এখানে ধরে রাখতে চাইব। চেষ্টা করব পেশাদারিত্ব নিয়ে খেলতে।’
ক্লাব ক্রিকেটে তারকা ক্রিকেটারদের কদর অনেক। মাত্র ক’ম্যাচ খেলেই মোটা অঙ্কের আয়ের হাতছানি। ক্লাবকে তাই আস্থার প্রতিদান দিতে চান মুশফিকুর রহিম ‘ক্লাবগুলো যে পারিশ্রমিক আমাদের দেয়, তা অনেক। জবাবদিহিতার জায়গা থাকে। পারফরম্যান্স দিয়েই তাই প্রতিদান দিতে হয়। আমার দিক থেকে চেষ্টা করি শতভাগ দিতে।’
এদিকে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য দল-বদলের শেষ সময় আজ শেষ হচ্ছে। টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান শ্রীলংকা বসে বিশেষ কমিশনে করেছেন দল-বদল। অবশিষ্টদের মধ্যে গতকাল শুধুই মুশফিকুর করেছেন দল-বদল। আজ মোহামেডান পুলের তিন ক্রিকেটার তামীম, তাইজুল, শুভাশিষ এবং পুলের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজও কামরুল ইসলাম রাব্বীর দল-বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। জাতীয় দলের অন্য যে সব ক্রিকেটার দল-বদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যর্থ হবেন, তারা মিউচ্যুয়াল ক্লিয়ারেন্স নিয়ে সমঝোতায় দল-বদলের সুযোগ পাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দল

২৫ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ