Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্র্যাক সিডিএমের বর্ষবরণ উৎসব

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে নাগরিক কোলাহলমুখর রাজধানীর অদূরে চারদিকে সবুজ বনরাজি এবং লেকভিউ সমৃদ্ধ গাজীপুরের রাজেন্দ্রপুরের নিসর্গলালিত নিজস্ব রিসোর্টে আয়োজিত হচ্ছে এবারের জমজমাট বৈশাখী মেলা। এতে পান্তা-ইলিশ, খেলাধুলা, বিনোদন ও নৌভ্রমণের পাশাপাশি বোশেখী কনসার্টে দর্শক-শ্রোতার মাঝে উৎসবের বর্ণিল মূর্ছনা ছড়িয়ে দেবেন মাকসুদ ও ঢাকা এবং ক্লোজআপ তারকা সালমা। পহেলা বৈশাখ, ১৪২৪, শুক্রবার, ব্র্যাক সার্ভিসেস লিমিটেড (বিএসএল)-এর উদ্যোগে দিনভর চলবে বর্ণাঢ্য এই বৈশাখী আয়োজন। সপরিবারে বেড়িয়ে আসা কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের আউটিংয়ের জন্য আকর্ষণীয় বৈশাখী প্যাকেজ অফার দিচ্ছে ব্র্যাক সিডিএম। প্রতিটি প্যাকেজেই থাকছে একটি নিলে আরেকটি ফ্রি’র দারুণ সুযোগ। অভাবনীয় এ সুযোগ শুধুমাত্র আগামী ১৩ ও ১৪ এপ্রিল, এই দুই দিনের জন্য কার্যকর থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্র্যাক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ