Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০০ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিয়েছে ব্র্যাক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ৭:৩৬ পিএম

কক্সবাজারে সম্প্রতি আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ২৫০০ জন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। জেলার উখিয়ার জালিয়াপালং, পালংখালী, রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং এবং টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়ন সমূহে এই সহায়তা দেওয়া হয়। ৫০০ পরিবারের মধ্যে উখিয়ায় ২৩৫ টি এবং টেকনাফের ২৬৫ টি পরিবার অন্তর্ভুক্ত।

জাতিসংঘের প্রকল্প সহায়তা কার্যালয় (UNOPS) এর মাধ্যমে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও-FCDO) এর অর্থায়নে ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচি (এইচসিএমপি) গত ১৪ আগস্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এই সহায়তা প্রদান করে। সহায়তা হিসেবে যেসব উপকরণ দেওয়া হয়েছে, সেগুলি হলো: ৫০০ টি করে মগ, তরকারির বাটি, চামচ, ভাতের বাটি, সোলার ল্যাম্প,পাটের ব্যাগ ও ৫০০ জোড়া জুতো। এছাড়া ৩০০০ টি সাবান, ১০০০টি পানির গ্লাস ও ভাতের প্লেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস- সেক্টর স্পেশালিষ্ট শুভ কুমার সাহা সহ ব্র্যাক এর মাঠ পর্যায়ের কর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা নিতে আসা টেকনাফ এর সাবরাং ইউনিয়নের শাহ্ পরীর দ্বীপের বাসিন্দা রোজিনা আক্তার(৩৮)তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, এবারের হঠাৎ বন্যায় আমরা বেশ ক্ষতিগ্রস্ত হই। বন্যার পানিতে ঘর-বাড়ি ডুবে যাওয়ার কারণে জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠে। এমনি এক কঠিন সময়ে ব্র্যাক এই উপকরণগুলি দিয়ে আমাদের অনেক উপকার করেছে। এতে আমরা অনেক আনন্দিত।

এই প্রসঙ্গে ব্র্যাক এইচসিএমপি-এর এরিয়া ডিরেক্টর হাসিনা আখতার হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ব্র্যাক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। যা এখনও অব্যাহত আছে। এবার ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরকম প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে যাচ্ছেন। এভাবে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগকে আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্র্যাক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ