Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেকে উত্তেজনা একটি ছাত্রাবাস বন্ধ

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে। গতকাল দুপুরে ছাত্রলীগ মিছিল করে শোডাউন দিলে উত্তেজনা আরো বাড়ে। এদিকে শিবিরের ছাত্রাবাস হিসেবে পরিচিত কাজী নূর-উন-নবী ছাত্রবাস অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিকেলে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ফলে সন্ধ্যার মধ্যে কলেজের এই ছাত্রবাসাটি ফাঁকা করে দেওয়ার জন্যেও শিক্ষার্থীদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার রাতের ঘটনার পর থেকে ওই হোস্টেলটির শিক্ষার্থীদের মাঝে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজো কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিছিল করায়। ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে হোস্টেলটি বন্ধ ঘোষণা করা হয়। তবে খোলা রয়েছে কলেজের ছেলেদের জন্য পিংকু হোস্টেলটিসহ ছাত্রীনিবাস। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতের ঘটনা তদন্তে গতকাল পাঁচ সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেক

১১ জানুয়ারি, ২০২১
১৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ