বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন নামের এক কলেজ শিক্ষককে কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্য কর্তৃক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কলেজ শিক্ষক রিপন অভিযোগ করে জানান, তিনি গত বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি হন।
ভর্তি থাকাকালীন তাকে ভালোভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল না। শুক্রবার দুপুরে ওয়ার্ডের সিএ তাকে চিকিৎসা দেয়ার সময় দুর্ব্যবহার করে। এতে তিনি প্রতিবাদ করলে তিনি ওয়ার্ডের অন্য চিকিৎসক ও ইন্টার্নদের ডেকে তার উপর চড়াও হন। এর কিছুক্ষণ পরে ইন্টার্ন চিকিৎসকরা আনসার সদস্যদের ডেকে তাকে মারধর করায়। এরপর লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
রামেক হাসপাতালের আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার আসাদ বলেন, আনসার সদস্যরা যাওয়ার আগে কি হয়েছে তা আমি জানি না। তবে আনসার সদস্যরা যাওয়ার পর তাকে মারধর করা হয়নি। তবে ইন্টার্ন চিকিৎসকরা তার থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। ওই চিকিৎসককে মারধর করা হয়নি।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই সজিব বলেন, রোগীর সাথে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। পরে সেটি সমাধান হয়েছে তা শুনেছি। এর বেশি কিছু জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।