Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে নবজাতক চুরি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৬:০৮ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৩নং ওয়ার্ড থেকে শুক্রবার সকালে তিনদিন বয়েসি নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তার বাবার নাম গোপাল রনি দাস রবি। মাতার নাম কমলি রবি দাস। তাদের বাড়ি নগরের রাজপাড়া থানার আইডি বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় মুচির কাজ করে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সকাল সকালের দিকে কন্যা শিশুটিকে রেখে খাবার নেয়ার জন্য ওয়ার্ডের বাহিরে যান। এসে দেখেন শিশুটি নেই। বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশকে জানানো হয় এবং হাসপাতালে তল্লাশী করা হয়। কিন্তু তার আগেই চোর শিশুটিকে নিয়ে বের হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তালাইমারি এলাকার এক নারী শিশুটিকে চুরি করেছে।

রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেক

১১ জানুয়ারি, ২০২১
১৯ নভেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ