Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তাহব্যাপী ঘুড়ি ও মুখোশ নির্মাণ কর্মশালা

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১-৭ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে ঘুড়ি ও মুখোশ নির্মাণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় দেশের বৃহত্তর ২১টি জেলা থেকে ২১ জন প্রশিক্ষণার্থী এবং ঢাকা মহানগরীর বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন থেকে ৩২ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৫৩ জন প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ঘুড়ি ও মুখোশ নির্মাণে অভিজ্ঞ মূল প্রশিক্ষক হিসেবে শিল্পী ইমরান হোসেন পিপলু ও শিল্পী জোয়ারদার মাহমুদ পল্টু এবং সহকারী প্রশিক্ষক হিসেবে শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন নিলয়, শিল্পী মো. শাহাবুদ্দীন শেখ ও শিল্পী জয়দেব বিশ্বাস কর্মশালায় প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। কর্মশালা প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ