Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সপ্তাহব্যাপী নানা স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হবে -মহাপরিচালক

উন্নয়নশীল দেশে উত্তরণ

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণ উদ্যাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ সোমবার থেকে ২৬ মার্চ দেশব্যাপী এ সপ্তাহ পালিত হবে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ জাতীয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে এ সপ্তাহ পালনের নির্দেশনা দেন। বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে আজ কেন্দ্রীয়ভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে নিজস্ব ব্যবস্থাপনায় সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও সমাবেশ। ২১ মার্চ অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য ক্যাম্প, ২২ মার্চ বর্ণ্যাঢ্য র‌্যালী, ২৩ মার্চ স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ২৪ মার্চ জাতীয় য²া দিবসের কর্মসূচী, ২৫ মার্চ মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচী, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ