Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে সপ্তাহব্যাপী ইলিশ উৎসব

প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : ‘জেগে উঠো মাটির টানে’ এ শ্লোগানে চাঁদপুরে চতুরঙ্গের আয়োজন ৮ম বারের মতো প্রাণ ফ্রুটিকস্ ইলিশ উৎসব ২০১৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে শিল্পকলা একাডেমির সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
এতে উপস্থিত ছিলেন, চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, ইলিশ উৎসবের আহŸায়ক কাজী শাহাদাত, সদস্য সচিব বি এম হান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মুক্তিফৌজ ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ প্রমুখ। পরে শিল্পকলা একাডেমি মঞ্চে শিশু-কিশোরদের দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৫টায় ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশ নেয় মাতৃপীঠ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় বনাম বাবুর স্কুল এন্ড কলেজ (স্কুল শাখা)। সন্ধ্যা সাড়ে ৬টায় উদয়ন সংগীত বিদ্যালয়ের লোকজ গানের আসর অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় ইলিশ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মÐল। অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুরে সপ্তাহব্যাপী ইলিশ উৎসব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ