Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে বিবি ডেপুটি গর্ভনর মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

| প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও হেড অব বিএফআইইউ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন, মানি ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। গতকাল থেকে কক্সবাজারে শুরু হওয়া ২ দিনব্যাপী এক সম্মেলনে প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন।
কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আর্থিক প্রতিষ্ঠানসমুহের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন ২০১৭। শুক্রবার বিকেলে কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও হেড অব বিএফআইইউ আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। তিনি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ