বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরের কিছু লোক মসজিদের সম্পদ দখলে নেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মসজিদ পরিচালনা কমিটি।
কক্সবাজার শহরের তারাবনিয়াছরা জামে মসজিদ নিয়ে মহল বিশেষের ষড়যন্ত্রের বিরুদ্ধে মসজিদ কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মলনে ওই মসজিদ কমিটির সভাপতি মাস্টার শফিকুল হক শনিবার সকাল ১০ টায় শহীদ তিতুমীর ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়
কক্সবাজার শহরের তারাবনিয়াছরা জামে মসজিদের অধিনে তারাবনিয়া ছরা বড় কবরস্থানসহ
প্রায় শত শত কোটি টাকার সম্পদ রয়েছে। প্রতি বছর লাখ লাখ টাকার আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব নিকাশের কারণে সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন কবরস্থানের উন্নয়নে প্রায় এক কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
ষড়যন্ত্রকারী ওই মহলটি মসজিদের বিশাল সম্পদ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
ওই মহলটি মামলা মোকদ্দমা সহ নানা ভাবে মসজিদের উন্নয়ন পিছিয়ে দিতে চায় বলেও অভিযোগ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সৈযদ, শাহ আলম,আব্দুল মালেক, শামসুল আলম, জানে আলম, নজির আহমদ, নুরুল আলম, মোহাম্মদ ইসমাঈল, রাশেদুল হক রাসেল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ফেরদাউস, আবুবকর ছিদ্দিক, মাহমুদুর রহমান ও মতিউর রহমানসহ মসজিদ কমিটির সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।