বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় আল আমিন নামে এক রিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আল আমিনের বাড়ি জামালপুরের বকশিগঞ্জ থানায়। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুরে সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় একটি পেয়ারা বাগানে দুর্বৃত্তরা আল আমিনকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত আল আমিন কোনাবাড়ি এলাকায় রিকশা চালাতেন। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।