Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার আদালতে পুলিশকে পেটালেন আইনজীবী

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের মধ্যে কর্তব্যরত পুলিশ সদস্য আলাউদ্দিন কে পেটালেন একজন আইনজীবী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে আদালতপাড়ায় ক্ষোভ দেখা দিয়েছে।
আইনজীবীদের নির্ধারিত পোষাক ছাড়া অ্যাড. হাফিজুর রহমান শান্ত অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে প্রবেশ করে কাঠগড়ায় থাকা একজন আসামির সাথে কথা বলতে থাকেন। এসময় আদালতের নিরাপত্তা কর্মী পুলিশ সদস্য আলাউদ্দিন তাকে কথা না বলার জন্য পরামর্শ দেন। শান্ত নিজেকে আইনজীবী পরিচয় দিলে পুলিশ সদস্য পোষাক ছাড়া কিভাবে চিনব, আপনি আইনজীবী এ কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী এজলাসের ভিতরে ওই পুলিশ সদস্যকে মারপিট শুরু করেন। এসময় আদালতে উপস্থিত অন্যান্য লোকজন হতভম্ব হয়ে যান। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে কোর্ট ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন জানান, বিষয়টি কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ