Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব স্বাস্থ্য দিবস আজ

| প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ ৭ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন, বিষণ্ণতা নিয়ে কথা বলি’। সারাবিশ্বের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থাও দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা ৪ দশমিক ৬ শতাংশ নারী-পুরুষ বিষণ্ণতায় আক্রান্ত। স্থানীয় জরিপ অনুযায়ী দেশের প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে ৭৩ লাখ ৬০ হাজার মানুষ বিষণ্ণতায় ভুগছে। মানসিক রোগের প্রকোপ ১৮ বছরের নিচে শিশু-কিশোরের মাঝে ১৮ দশমিক ৪ শতাংশ।
সুপ্র’র সংবাদ সম্মেলন : বিষণ্ণতা প্রতিরোধে সরকারি পর্যায়ে ব্যাপক জনসচেতনতা মূলক কর্মসূচি নেয়ার দাবি জানিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রাক্কালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্র’র সাধারণ সম্পাদক এম এ কাদের। প্রধান আলোচক ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শীর্ষ সমন্বয়কারী ড. মুহাম্মদ আবদুল মজিদ। বক্তব্য রাখেন সুপ্র’র ভাইস চেয়ারপারসন মঞ্জু রাণী প্রমাণিক।
কর্মসূচি : দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, স্যুভেনির প্রকাশ, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী, পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, সড়কদ্বীপ সজ্জিতকরণ, চলচ্চিত্র প্রদর্শনী, জারীগান, সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে বিষণœতাজনিত স্বাস্থ্য সমস্যার ওপর আলোচনা অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম। আজ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করেছে। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায়। অন্যান্য জেলা ও উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ