বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’ নামক ভূইফোঁড় সংগঠন অবৈধ ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দলীয় প্যাডে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে একথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স¤প্রতি চট্টগ্রাম মহানগরীকে স্বঘোষিত সাংবাদিক পরিচয়দানকারী আলমগীর নুর নামে জনৈক বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র’ নামে একটি সংগঠন এবং ফেসবুক পেজ খুলে মানুষের সাথে প্রতারণা করছে যেটির সাথে বিএনপি কিংবা বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী এ ধরনের সংগঠনের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত মঙ্গলবারও বিএনপি প্যাডে রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ‘তারেক জিয়া সেবা ফাউন্ডেশন’ সংগঠনটির সাথে দলের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়। বলা হয়, লায়ন মাসুদ রানা নামে জনৈক ব্যক্তি বিএনপির সিনিয়র ভাইস চয়ারম্যানের নাম ব্যবহার করে তারেক জিয়া সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন খুলেছে। যার সাথে বিএনপি কিংবা দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যানের কোনো সম্পর্ক নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।