বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মরত সেকশন অফিসার খন্দকার সাহানারা নাজনীন এর পরিবারের নামে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে গতকাল খুলনা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে কে এম সালাউদ্দিন মূসা। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মা খুলনা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার এবং বাবা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। আমরা তিন ভাই, মা-বাবা ও খালাম্মাসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কোয়ার্টারে বসবাস করি। সবাই চাকরিজীবী বিধায় আমাদের কাজের লোকের খুব দরকার ছিল। তিন মাস আগে বিশ্ববিদ্যালয়ের পিছনের এলাকার বাসিন্দা নূরুন্নাহার নামের একজন বয়স্ক মহিলা সাদিয়া নামে একটি মেয়েকে কাজের জন্য আমাদের বাসায় নিয়ে আসে। তারপর থেকে মেয়েটি আমাদের বাসায় থাকে এবং কাজ করে আসছে। আনুমানিক ১৫ দিন পূর্বে বালু ব্যবসায়ী ফারুক আমাদের বাসায় পাওনা টাকা নিতে আসলে তখন সে সাদিয়াকে চেনেন বলে জানান। তখন আমার মা সাদিয়ার বাবা মাকে আমাদের বাসায় পাঠিয়ে দেয়ার জন্য বলেন। গত ৩০ মার্চ সাদিয়ার বাবা মা আমার মায়ের অফিসে আসেন। মা তাদেরকে বাসায় নিয়ে যেতে চাইলে তারা রাজি হননি। কারণ সাদিয়ার বাবা সাদিয়াকে মারধর ও নির্যাতন করত। যার কারণে সাদিয়া বাসা থেকে পালিয়ে আসে। সাদিয়ার মা সাদিয়াকে আমাদের বাসায় রেখে দেয়ার জন্য বলেন। পরবর্তীতে গত ২ এপ্রিল সন্ধ্যায় সাদিয়ার মা সাদিয়ার জন্য একটি নতুন জামা নিয়ে আমাদের বাসায় আসেন। সাদিয়ার মা বলেন আমার মেয়ে আপনাদের কাছে নিরাপদে আছে ওকে আপনাদের কাছেই রাখুন আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। কিন্তু গত ৩ এপ্রিল সাদিয়ার বাবা আমার মায়ের অফিসে আসেন। তারপর সাদিয়াকে দুজন ডেপুটি রেজিস্ট্রার এবং মায়ের স্বাক্ষরে তাপস দত্ত নামে একজন ডিবির লোক লিখিত দিয়ে নিয়ে যান। কিন্তু গত ৪ এপ্রিল আমরা জানতে পারি সাদিয়ার বাবা আমার মা ও বাবার নামে মামলা করেন। তাই অবান্তর ও অসত্য অভিযোগে এবং মামলার প্রতিবাদ জানিয়ে প্রকৃত তদন্তের দাবি জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।