২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
জামান চিকিৎসাবিজ্ঞানী স্যার ওয়েবার ১৮৬৩ সালে এই সিনড্রোমের কথা প্রথম বলেন। বিজ্ঞানী ওয়েবার আরও কিছু সিনড্রোম আবিষ্কার করেন। তবে সেসব সিনড্রোমের সঙ্গে আলোচ্য লেখাটির সিনড্রোমের তেমন মিল নেই।
ব্রেনকে ৩টি অংশে ভাগ করা হয়। যথা :
১। অগ্রমস্তিষ্ক, ২। মধ্যমস্তিষ্ক এবং ৩। পশ্চাৎমস্তিষ্ক।
এদের মধ্যে মধ্যমস্তিষ্কে স্ট্রোক হলে ওয়েবার সিনড্রোম দেখা দেয়। ব্রেনকে যে ধমনী রক্ত সরবরাহ করে তার নাম সেরেব্রাল ধমনী। ৩ ধরনের সেরেব্রাল ধমনী আছে। এন্টিরিয়র, মিডিল এবং পোস্টেরিওর সেরেব্রাল। নামগুলো সাধারণ পাঠকদের কাছে একটু অদ্ভুত লাগবে। পোস্টেরিওর সেরিব্রাল ধমনীর একটি শাখায় রক্ত জমাট বেঁধে গেলে ওয়েবার সিনড্রোম হয়।
ওয়েবার সিনড্রোমের ক্ষেত্রে যেসব উপসর্গ দেখা যায় তার মধ্যে আছে একদিক দুর্বল হয়ে যাওয়া। দেহের একদিক দুর্বল হয়ে যায়। অপর দিকের চোখের মাংসপেশিতে যে ¯œায়ু থাকে সেদিকেও পক্ষাঘাত হয়। তখন চোখের পাতা পড়ে যায় এবং পিউপিল বা চোখের মনি বড় হয়ে যায়। রোগী অনেক সময় একটার জায়গায় দুটি দেখে। ভালো একজন নিউরোলজিস্ট রোগী দেখেই ওয়েবার সিনড্রোম ডায়াগনসিস করেন। তবে ক্লিনিক্যাল ডায়াগনসিসের সঙ্গে নিশ্চিত হওয়ার জন্য ব্রেন স্ক্যান করা হয়।
ওয়েবার সিনড্রোমের সুনির্দিষ্ট চিকিৎসা নেই। স্ট্রোকের যেসব চিকিৎসা আছে তাই এখানে দেয়া হয়। পরিণতি নির্ভর করে কতখানি এলাকাজুড়ে স্ট্রোক হয়েছে এবং অন্যান্য যেসব কারণে স্ট্রোক হচ্ছে সেসব অবস্থার ওপর। তবে এমন হলে অবশ্যই একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে।
ষ ডা. ফজলুল কবরি পাভেল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।