Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পিনার হান্টের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : জেলা ক্রিড়া সংস্থাগুলোর সহযোগিতায় গত ফেব্রুয়ারিতে দেশব্যাপী শুরু হয় ‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার ক্যাম্পেইন’। প্রাথমিক পর্ব শেষে ৯২৮ জন ছেলে ও ৭২ জন মেয়ে স্পিনারকে বাছাই করা হয়। দ্বিতীয় পর্বে এসে সেই সংখ্যা কমে দাঁড়ায় যথাক্রমে ৫০ ও ৫ জনে। আজ থেকে মিরপুরের একাডেমির মাঠে অনুষ্ঠিত হবে ক্যাম্পেইনের তৃতীয় ও চূড়ান্ত পর্ব। চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
এ উপলক্ষে মিরপুর হোম অব ক্রিকেটে গতকাল আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সহ-সভাপতি মাহবুব আনাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ ও স্পিন কোচ ওয়াহিদুল গণি। বিসিবির পক্ষ থেকে মাহবুব আনাম বলেন, ‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার হান্টের চূড়ান্ত পর্বে যেসব প্রতিযোগিরা অংশগ্রহণ করছেন তাদের দক্ষতার মান নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি জেলায় আলাদা করে ছেলে ও মেয়ে স্পিনারদের কাছে পৌঁছানো গেছে। আর এর ফলে প্রান্তিক পর্যায়ের ক্রিকেট আরও উজ্জীবিত হয়েছে। আমার বিশ্বাস, ক্যাম্পেইন শেষে আমরা পুরুষ ও নারী জাতীয় দলের জন্য সম্ভাবনাময় স্পিনার খুঁজে পাব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ