Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণ খেলা দিয়ে বর্ষবরণ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাঙালীর বর্ষবরণ পহেলা বৈশাখ। এ দিনটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ-উৎসব পরিবেশে বর্ষবরন করেন বাংলাদেশের সবাই। রাজধানী ঢাকায় এবার বাংলা বর্ষবরণের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা। ১৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে বর্ণাঢ্য এই আয়োজন। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা’র মধ্যে থাকবে পুরুষ বিভাগে- গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, হাডুডু ও মোরগ লড়াই এবং মহিলা বিভাগেÑ গোল্লাছুট, বৌ-চি ও দড়ি লাফ ইভেন্ট থাকবে। সোমবার বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের এক সভায় এই আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সভাপতিত্বে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ও সদস্য কামরুল ইসলাম কিরন।
কাবাডির আঞ্চলিক বাছাই
স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির আঞ্চলিক পর্ব টপকে চূড়ান্ত পর্বে নাম লেখাল রাজশাহী ও মৌলভীবাজার জেলা। গতকাল পদ্মা অঞ্চলের ফাইনালে স্বাগতিক রাজশাহী ৩৭-২৩ পয়েন্টে বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। অন্যদিকে সুরমা অঞ্চলের ফাইনালে মৌলভীবাজার ১৮-৮ পয়েন্টে কুমিল্লাকে হারিয়ে চূড়ান্ত পর্বে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণ

২৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ