গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : ৩ হাজার ৫৬৯ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। গত ২৩ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল (সোমবার) তাদের অর্থ ছাড়ে সরকারি নির্দেশ (জিও) জারি করা হয়েছে। মাউশি সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও শিক্ষা মন্ত্রণালয়ের দুজন প্রতিনিধির উপস্থিতিতে ২৩ মার্চ এমপিওর সভায় ৩ হাজার ৫৬৯ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।
সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তদের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, লাইব্রেরিয়ানসহ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী রয়েছে। নতুন এমপিওভুক্তির অনুমোদন পাওয়াদের মধ্যে রয়েছেন, বরিশাল অঞ্চলে ৪৬০ জন, চট্টগ্রাম ৫০৭, কুমিল্লা ৫৩২, ঢাকায় ৩৬৭, খুলনায় ৪২৭, ময়মনসিংহে ৩০০, রাজশাহীতে ৫৯৮, রংপুরে ১৪৫ ও সিলেটে ২৩৩ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে।
এই শিক্ষকরা গত কয়েকমাসে নিযুক্ত হয়ে এমপিওর জন্য আবেদন করেন। সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি জিও জারি করা হয়েছে। এ বিষয়ে মাউশির পরিচালক (বিদ্যালয়) এলিয়াস হোসেন বলেন, নিয়মিত এমপিও সভায় এবার সাড়ে তিন হাজারের বেশি এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাদের মধ্যে এমপিওভুক্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছে। মার্চ থেকে তাদের এমপিওভুক্ত সুবিধা দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।