Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শ্রীলংকায়!

| প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী জুলাই মাসে ২ টেস্ট ৩ ওয়ানডে এবং ১ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা। আইসিসি’র এফটিপিতে পূর্ব নির্ধারিত এই সিরিজ খেলার আগে বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে ২টি টি-২০ ম্যাচের আমন্ত্রণ জানিয়ে বিসিবি’র সম্মতি আদায় করতে পারেনি পিসিবি। প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ মাসে অনুষ্ঠেয় আইসিসি’র সভায় বিসিবি’র কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানাবে বলে ক’দিন আগে মিডিয়াকে জানিয়েছিলেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান। তবে সেই কঠোর অবস্থা থেকে সরে দাঁড়িয়েছেন পিসিবি সভাপতি। গতকাল কলোম্বোয় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিসিবি’র বিকল্প প্রস্তাবে আশ্বস্ত হয়েছেন পিসিবি বস।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ‘সিরিজ নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই। পাকিস্তাান জুলাইয়ে পূর্ণাঙ্গ সফরে আসবে। ওরা একটা অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল। আমাদের একটা দল সেখানে পাঠানো যায় কি না, এটাই ছিল তাদের প্রস্তাব। জাতীয় দল পাঠানোর কোনো সুযোগ নেই। বিকল্প কি করা যায় তা নিয়ে আমরা ভাবছি।’
তবে এই একটি দল যে বাংলাদেশের হাই পারফরমেন্স স্কোয়াড, গতকাল মিডিয়াকে তা জানিয়েছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান ‘ বাংলাদেশ পাকিস্তানে তাদের হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। তারা জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, একবার যদি তাদের হাই পারফরমেন্স দল পাকিস্তানে খেলতে আসে, তাহলে পরবর্তী সময়ে বাংলাদেশ দলও খেলতে আসবে।’
২০১৫ সালে বাংলাদেশ সফরে বিসিবি’র কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার আর্থিক ক্ষতিপূরণ আদায় করেছে পিসিবি। এখন তারা আসন্ন সিরিজটি তৃতীয় দেশে আয়োজনের কথা ভাবছে বলে জানিয়েছেন শাহরিয়ার খান ‘আমরা বাংলাদেশ অথবা তৃতীয় কোনো দেশে খেলতে পারি। দু’পক্ষই এতে সম্মতি দিয়েছে। আমরা সিরিজটি শ্রীলংকায়ও খেলতে পারি। আইসিসি চায় আমরা জুলাইয়ে খেলি। তবে আমরা পরে তারিখ চূড়ান্ত করব। নিরপেক্ষ ভেন্যুতে খেলার সম্ভাবনা আছে। দুবাই আমাদের নিরপেক্ষ ভেন্যু। তবে দুবাইয়ে খেলা ব্যয়বহুল। শ্রীলংকা যদি ওই সময়ে ফ্রি থাকে,তাহলে শ্রীলংকাতেই খেলব।’ বাংলাদেশে টানা তিনটি সিরিজ পাকিস্তানের খেলা সমীচীন হবে কি হবে না, সেটা ভেবেই বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ