গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ছাত্রদলের আহ্বানে গতকাল (রোববার) অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে নগরীর কাজির দেউড়ি, স্টেশন রোড, চকবাজার, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। কাজির দেউড়ি এলাকায় ছাত্রদলের পিকেটিং ও মিছিলে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৫ কর্মীকে আটক করা হয়। নগরীতে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
সকালে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল সীমিত। তবে বেলা বাড়ার সাথে সাথে সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। হরতাল চলাকালে ব্যাংক-বীমার প্রধান ফটক বন্ধ রাখা হয়। বেশিরভাগ স্কুল-কলেজ মার্কেট বিপণি বিতান বন্ধ ছিল। এইচএসসি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হলেও বিভিন্ন স্কুলে ক্লাস ও পরীক্ষা হয়নি। মহানগরী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। হরতালের আগের রাতে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নুরুল আলম নুরুকে বাসা থেকে গ্রেফতারের পর গুলি করে হত্যার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে এ হরতালের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। হরতালের সমর্থনে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করলে নেতাকর্মীরা নাসিমন ভবনে চলে যান। সকালে নগরীর স্টেশন রোড, চকবাজার ও কাজির দেউড়ি এলাকায় হরতালের সমর্থনে মিছিল হয়েছে। নাসিমন ভবনের সমাবেশে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
হরতালের সমর্থনে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদের নেতৃত্বে কর্ণফুলী সেতুর উত্তরপ্রান্তে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ হয়। হরতাল চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল ক্যাম্পাস পার্শ্ববর্তী চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের ফতেয়াবাদ এলাকা থেকে শুরু হয়ে লালিয়ার হাট এলাকায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংগঠনের সভাপতিকে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।