Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাবান্ধব বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে-ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া এমপি

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদগঞ্জ উপজেলার বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয় ও গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এ দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যোগ্য উত্তরসুরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ শিক্ষা, যোগাযোগ, প্রযুক্তি, ক্রীড়াসহ সকল কিছুতেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। শিক্ষাবান্ধব বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আসতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুনরায় বিজয়ী করতে নৌকায় ভোট দিতে হবে। কারণ আওয়ামী লীগ মানেই উন্নয়ন। চলতি বছরের মধ্যেই ফরিদগঞ্জ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, ২০১৯ সালের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ আধুনিকীকরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যাও দ্রæত সমাধান হবে। বৃহস্পতিবার বিকালে বিরামপুর এস জে এম উচ্চ বিদ্যালয় মাঠে চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাসান আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল। এছাড়া বক্তব্য রাখেন চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. কাদের পাটওয়ারী, সম্পাদক নজির আহম্মেদ বৈদ্য, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন পাটওয়ারী, সদস্য রুহুল আমিন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ। এদিকে গত শুক্রবার বিকালে উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের গল্লাক বাজারে অবস্থিত গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসার কৃতি শিক্ষার্র্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহাম্মদ মোল্লার সভাপতিত্বে ও জাফর উল্যা সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সদস্য মহিউদ্দিন ইরান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান চন্দন। এছাড়া উপস্থিত ছিলেন, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক ফরিদ আহমেদ রিপন, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ