Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাজিরপুরে ইউপি নির্বাচন নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

| প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নাজিরপুর উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরের ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারধর করে আহতের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন আ’লীগের বিদ্রোহী আনারশ প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান রিপন অভিযোগ করে জানান, তার সমর্র্থক ৭নং বলিবাবলা ওয়ার্ডের উদায়তারা গ্রামের তাহের হাওলাদারের পুত্র মোস্তফা হাওলাদার (৪১)কে মারধর করে আহত করেছেন ওই ইউনিয়নের নৌকা প্রতীকের সমর্থকরা। হামলায় আহত ওই ওয়ার্ড আ’লীগের সদস্য মোস্তফা হাওলাদার জানান, তিনি গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঝ বরাবর বলিবালা ব্রিজের রেলিংয়ের উপর বসা ছিলেন। তৃণমূলের ভোটে মনোনীত মিজানুর রহমান রিপনকে দলীয় মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করলে সাবেক উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মো. আলী হায়দার মৃধা’র নেতৃত্বে নৌকা প্রতীকের কর্মীরা তাকে বেধম মারধর করে ফেলে রেখে যায়। এ ব্যাপারে আ’লীগ নেতা আলী হায়দার মৃধার কাছে জানতে চাইলে তারা এ হামলায় তাদের নেতৃত্বের কথা অস্বীকার করে জানান, মোস্তফাকে নির্বাচনী প্রচারণার কাজে নামতে বললে সে (মোস্তফা) দলীয় মনোনয়নের ব্যাপারে বিতর্কিত ও দলীয় বিরোধী কথা বলায় উপস্থিত উত্তেজিত কর্মীরা তাকে কয়েকটি চর থাপ্পর দিলেও তারা (অমূল্য রঞ্জন ও আলী হায়দার মৃধা) তাতে বাধা দিলে এ সুযোগে সে ( মোস্তফা) দৌড়ে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ