Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নরসিংদীতে মাদরাসা জাতীয় করণের দাবিতে স্মারকলিপি

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন মাদরাসা জাতীয় করণের দাবিসহ ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করেছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনী মোবারক, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কবির হোসেন, কামাল হোসেন, নাজির উদ্দিন, গাজী আসাদোজ্জামান ও শহীদুল ইসলামের নেতৃত্বে মাদরাসা শিক্ষকদের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে এই স্মারকলিপি পেশ করেন। এসময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস এ স্মারকলিপি অত্যন্ত আগ্রহ সহকারে গ্রহণ করেন এবং এর সারমর্ম প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করার কথা জানান। স্মারকলিপিতে মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয় শিক্ষানীতি ২০১০’র আলোকে জারীকৃত ২০১২ সালের পরিপত্র বহাল, ২০১৩ সালে জারীকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে মাদরাসার প্রশাসনিক পদে নন-অ্যারাবিক শিক্ষকদের নিয়োগের বিধান চালু, বদলীকরণ, ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়িভাড়া প্রদানসহ আলিম, ফাজিল (পাশ) মাদরাসায় বিজ্ঞান ভবন নির্মাণ, আলিম, ফাজিল পর্যায়ের প্রতিটি অনুমোদিত বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ, শিক্ষা সংক্রান্ত নীতিনির্ধারণী সভায়, বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্জ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নিয়োগ, জনবল কাঠামোয় গ্রন্থাগারিক, প্রদর্শক ও ল্যাব পিয়ন অন্তর্ভূক্তকরণ, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫ঃ২ অনুপাত প্রথা বাতিল, এমফিল/পিএইচডি ডিগ্রীধারী প্রভাষককে চাকরির কাজ ৪ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দান, উচ্চ মাধ্যমিক কলেজ/স্নাতক (পাস) কলেজের মত আলিম, ফাজিল মাদরাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধির দাবি অন্তর্ভূক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী

১১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ