Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রায় ৯ মাস পেছাল বঙ্গবন্ধু গোল্ডকাপ

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্ষপঞ্জিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ মার্চের শেষ সপ্তাহে নির্ধারণ হয়েছিল। কিন্তু সপ্তাহ খানেক আগে বাফুফের নির্বাহী কমিটির সভায় তা একমাস পিছিয়ে দেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে বলে জানায় দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। কিন্তু শেষ পর্যন্ত কথা ঠিক রাখতে পারছে না তারা। আবারও পেছালো বঙ্গবন্ধু গোল্ডকাপের তৃতীয় আসর। প্রায় ৯ মাস পিছিয়ে আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। গতকাল বাফুফের জরুরি সভায় এমন সিদ্ধান্তই নেয়া হয়। দীর্ঘ সময় টুর্নামেন্ট পেছানোর কারণ সম্পর্কে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বর্তমানে বিদেশি দলগুলো ব্যস্ত। তাদের সময়সূচি পাওয়া যাচ্ছে না। আর মে-জুন থেকে আমাদের ঘরোয়া ব্যস্ততা থাকবে। তাই সবদিক বিবেচনা করে আমরা ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’ টুর্নামেন্টের নতুন দিনক্ষণ দাঁড়াচ্ছে ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা ও সিলেট এ দুই ভেন্যুতে খেলা হবে। ছয় থেকে আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাফুফের। যেখানে বাংলাদেশের দু’টি দল খেলতে পারে। অংশ নেয়া দলগুলোর সম্ভাব্য নাম প্রসঙ্গে সালাম মুর্শেদীর কথা, ‘মালদ্বীপ, আফগানিস্তান, নেপাল, কিরগিজস্তান ও ভূটান ডিসেম্বরে খেলতে আগ্রহ দেখিয়েছে। আমার এদের কথাই ভাবছি।’
বঙ্গবন্ধু গোল্ডকাপের গত আসরে শিরোপা জিতেছিল নেপাল। কিন্তু এখনো তাদের প্রাইজমানি দেয়নি বাফুফে। এমন অবস্থায় নেপাল আবারও এই টুর্নামেন্টে খেলতে সত্যিই আগ্রহ দেখিয়েছে কী না? এমন প্রশ্নের উত্তর দেননি বাফুফে সিনিয়র সহ-সভাপতি। বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য বাফুফের বাজেট ছয় কোটি টাকা। চ্যানেল নাইনের সঙ্গে এই টুর্নামেন্ট নিয়ে তাদের চুক্তি পাঁচ বছরের। যদিও গত আসরে পৃষ্ঠপোষকের কাছ থেকে পুরো অর্থ পায়নি বাফুফে। তাই আর্থিক কারণেই কি এই টুর্নামেন্ট পেছাল? এমন প্রশের উত্তরে সালাম মুর্শেদী বলেন, ‘না আর্থিক কারণে নয়, মূলত বিদেশি দলগুলো ব্যস্ততার কারণে টুর্নামেন্ট পেছাতে হয়েছে।’ এদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহে সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর কথা থাকলেও ভারতের ব্যস্ততার জন্য এই টুর্নামেন্টও পেছাবে বলে জানান তিনি। আর এই সময়টাতেই বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন করে সাফের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সালাম মুর্শেদী আরও বলেন, ‘অক্টোবরের মধ্যে আমাদের ঘরোয়াসূচি শেষ হবে। এরপর বঙ্গবন্ধু গোল্ডকাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল নিবিড় অনুশীলনে থাকবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রায়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ