Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখা উদ্বোধন

| প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর পূর্ব নাসিরাবাদের ১নং শহিদ আব্দুল হালিম সড়কে গতকাল (বৃহস্পতিবার) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন ফ্ল্যাগশিপ শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির অবস্থান চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্রের জিইসি চত্বরের নিকটে, যা ব্যাংকের সকল সুযোগ-সুবিধা গ্রাহকদের জন্য সহজপ্রাপ্য করবে। গ্রাহকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নতুন এ শাখার ডিজাইন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সর্বোত্তম ব্যাংকিং সেবার পাশাপাশি এ শাখায় সুপরিসর প্রায়োরিটি স্যুট, কাস্টমারদের লকার সেবা এবং পার্কিং সুবিধা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও আবরার এ. আনোয়ার বলেন, বন্দর নগরী চট্টগ্রামে আমাদের উপস্থিতি বাংলাদেশে আমাদের ঐতিহাসিক ভিত্তি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বন্দর নগরীর উন্নয়নের অংশ হিসেবে একে আঞ্চলিক বাণিজ্যের সমৃদ্ধ কেন্দ্রে পরিণত হয়ে উঠার সাক্ষী হতে পেরে আমরা গর্বিত। নতুন ব্রাঞ্চ উদ্বোধনে এ বিনিয়োগ উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সম্ভাবনাময় বাংলাদেশ এবং এদেশের গ্রাহকদের প্রতি আমাদের অব্যাহত আস্থার আরও একটি উদাহরণ। তিনি বলেন, ১১২ বছর আগে চট্টগ্রামের সদরঘাটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রথম শাখার প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি গ্রাহকদের সেবার মাধ্যমে দেশের উন্নয়নের অংশ হতে পারা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, দৈনিক আজাদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বকোণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জসিম ইউ আহমেদ, চিটাগাং ক্লাব লিমিটেডের চেয়ারম্যান মিয়া মোহাম্মাদ আব্দুর রহিম, এম এম ই¯পাহানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বাশার চৌধুরী, বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলি হুসেইন আকবারআলি, জেএফ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ কিউ আই চৌধুরী, আদিল হুসেইন, মুফাখ্খারুল ইসলাম খসরুসহ ব্যাংকের গ্রাহক, স্টেকহোল্ডার, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি হেড অব ব্যাংকিং নাসের এজাজ বিজয় এবং হেড অব রিটেইল ব্যাংকিং আদিত্য মান্ডলই। এরপর নগরীর র‌্যাডিসন বøুর নীলগিরি হলে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ