বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আদালতের স্থিতাবস্থা ভঙ্গ করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ভিটেমাটি থেকে উচ্ছেদ করার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক রিকশাচালক এই মামলা করেছেন। অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআই, নরসিংদীকে আদেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, মাধবদী থানার কোতোয়ালীরচর দড়িকান্দী গ্রামের মৃত আমির হোসেন ওরফে আমির আলীর পুত্র আনোয়ার হোসেন একজন রিকশাচালক। একই থানাধীন কোতোয়ালিরচর মৌজার খতিয়ান নং এসএ ২৭, আর এস ৩৭৭, দাগ নং এসএ ৮১৮, আর এস ২৩৬৮’র ১৯ শতাংশ জমির তার পৈত্রিক ভিটেমাটি। তার পিতার জীবদ্দশা থেকে তারা এই ভিটেমাটির চার দিকে দেয়াল নির্মাণ করে লোহার গেইট লাগিয়ে এর ভিতরে বাড়িতে সকলের জ্ঞাতসারে বসবাস করে আসছে। বাদী আনোয়ার হোসেনের পিতা আমির আলীর মৃত্যুর পর একই থানার কাশিপুর গ্রামের লোটু সাহা, চন্দন কুমার সাহা, গৌতম কমিশনার ও দুলাল কনট্রাক্টরসহ ৪০-৪৫ জনের একদল লোক তার ভিটেমাটি দখলে নেয়ার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এব্যাপারে আনোয়ার হোসেন বাদী হয়ে আসামি লোটু সাহা ও চন্দন কুমার সাহার বিরুদ্ধে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।