Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা : কয়রায় পারিবারিক কোন্দলের জেরে পাষন্ড স্বামীর পিটুনিতে তাসলিমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে পুলিশ কয়রা উপজেলা সদরের উত্তর মদিনাবাদ গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। নিহত তাসলিমা দু’সন্তানের জননী। পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের হযরত আলী তরফদারের সঙ্গে পার্শ্ববর্তী কয়রা উপজেলা সদর ইউনিয়নের উত্তর মদিনাবাদ গ্রামের আবুল গাজীর মেয়ে তসলিমা খাতুনের বিয়ে হয়। পরে হযরত আলী দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হলে তাসলিমা বাপের বাড়ি চলে আসেন। গত মঙ্গলবার বিকালে হযরত আলী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যান। এ সময় তাদের মধ্যে ঝগড়া শুরু হলে হযরত আলী তার স্ত্রী তাসলিমাকে বেদম প্রহার করে। স্বামীর প্রহারে রাতেই তাসলিমা মারা যায়। গতকাল বুধবার ভোরে খবর পেয়ে পুলিশ নিহত তাসলিমার লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামী হযরত আলীকে আটক করে। কয়রা থানা অফিসার ইনচার্জ শেখ সমশের আলী জানান, এ ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ