রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী সদর উপজেলার বাড়াইপাড়া গ্রামের আকলিমা বেগম হাসপাতালে ভর্তির ভুয়া ছাড়পত্র নিয়ে স্বামীর নামে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্র মতে, জেলার কিশোরগজ্ঞ উপজেলার মৃত জহির উদ্দীনের পুত্র ও সৈয়দপুর সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জাহেদুল ইসলামের বড় ভাই আহাম্মদ আলী ২০০২ সালে মৃত্যুবরণ করেন। বড় ভাইয়ের দুই ছেলে ও এক মেয়ে সন্তানের কথা চিন্তা করে বড় ভাইয়ের স্ত্রীকে বিবাহ করেন জাহেদুল ইসলাম। এদিকে বড় ভাইয়ের ছেলে শরিফুল ইসলাম ও তার মা আকলিমা বেগম স¤প্রতি পূর্বের স্থানে ফ্লাট বাড়ী নির্মাণ করার জন্য জাহেদুল ইসলামের কাছে মোটা অংকের টাকা দাবি করে। জাহেদুল ইসলামের আর্থিক অসঙ্গতি থাকায় টাকা দিতে অস্বীকার করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে গত ২৮ জানুয়ারি ২০১৭ বাড়ী থেকে বের করে দেয় ও তার মোটরসাইকেল, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মূল সনদপত্র, চেক বহি, বিভিন্ন সরঞ্জামদি ও পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিষপত্র রেখে দেয়। যার আনুমানিক মূল্য প্রায় নয় লাখ টাকা। তাকে বাড়ী থেকে বের করে দিয়ে পূর্বের বড় ছেলে খায়রুলের পরামর্শে উল্টো তার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন স্ত্রী আকলিমা বেগম। আকলিমা বেগম মামলার আরজিতে উল্লেখ করেন, যৌতুকের দাবিতে তাকে বেদম মারপিট করে আহত করেন জাহেদুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি ২০১৭ সালের ২৪ জানুয়ারি তারিখ থেকে ২৫ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ২৬ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। কিন্তু হাসপাতালের ভর্তি রেজিস্টারে দেখা গেছে এই তারিখে এই নামে কোন মহিলা আহত হয়ে ভর্তি হয়নি। এছাড়া আকলিমার নেয়া ছাড়পত্রে রেজি নম্বর উল্লেখ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।