Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুপিয়ে তরুণের হাতের আঙ্গুল কেটে দিল বন্ধুরা!

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবণচরার দারোগার লিজ এলাকায় আরিফুল ইসলাম (২০) নামে এক তরুণের বাম হাতের দুই আঙ্গুল কেটে দিয়েছে তার বন্ধুরা। ২৬ মার্চ দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আরিফুল ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
এলাকাবাসী ও আরিফুলের স্বজনরা জানায়, রাতে আরিফকে তার কয়েকজন বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে বাম হাতের দুই আঙ্গুল কেটে দেয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার দুলাল ও রহিম নামে দুই যুবকের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দ্ব›দ্ব চলছিল। আরিফ দুলালের পক্ষে ছিল। এ দ্ব›েদ্বর জের ধরে এ ঘটনা ঘটেছে। দুলালের বাবা আশরাফ হোসেন আরিফের ওপর হামলার সময় এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, পরিচিত বন্ধুদের মধ্যেই এ ঘটনা ঘটেছে। আরিফকে যারা কুপিয়েছে তারা সবাই একসঙ্গে ঘুরে বেড়ায়। ঘটনার একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সে কোন গ্রুপের তা এখনও জানা যায়নি। তবে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ