Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে ছিনতাইারীর কবলে মাছ ব্যবসায়ী, কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম

সিদ্ধিরগঞ্জে বাচ্চু মিয়া (৬৪) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নিয়ে গেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। এসময় ওই ব্যবসায়ী এক ছিনতাইকারীকে জড়িয়ে ধরে আটকের চেষ্টা করলে অপর এক ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে আহত করে। একপর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়
খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে যায়। রবিবার ভোর সোয়া ৫ টার দিকে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় এ ঘটনাটি ঘটে। চিকিৎসা শেষে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন।
আহত বাচ্চু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় ভোরে তিনি যাত্রাবাড়ি আড়তে মাছ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে কদমতলী এমডব্লিউ স্কুলের দক্ষিন পাশের রাস্তায় আসলে একটি কালো রংয়ের মোটর সাইকেলে করে দ্ইু/তিনজন যুবক ছেলে এসে তার পথরোধ করে সংঙ্গে থাকা বিশ হাজার পাঁচশ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিয়ে একজনকে জড়িয়ে ধরলে অপর ছিনতাইকারী তার হাতে ও দুই পায়ে ছুরিকাঘাত করে ওই টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তিনি ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধিন রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ