Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিষেকেই নায়ক শাদাব

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : কিছু দিন আগে পাকিস্তান সুপার লিগে ব্যাটে-বলে নজর কেড়েছিলেন শাদাব খান। সেটির পুরস্কার পান জাতীয় দলে ডাক পেয়ে। তিনি প্রতিদান দিলেন মাচ সেরার পুরস্কার জিতে। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট। কামরান আকমল একটি ক্যাচ না ছাড়লে হতে পারত ৪ উইকেট। বল হাতে পেলেন পঞ্চম বোলার হিসেবে। দ্বিতীয় বলটিই রং-ওয়ান, পেলেন উইকেট। এক বল পরই আরেকটি উইকেট। তিন বল পর আরেকটি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৮ বলেই ৩ উইকেট। শাদাব খান এলেন, দেখলেন, জয় করলেন। অভিষেকেই বাজিমাত ১৮ বছর বয়সী লেগ স্পিনারের। প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারাল পাকিস্তান। গেলপরশু রাতে বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের ১১১ রান পাকিস্তান পেরিয়ে যায় ১৭ বল বাকি রেখে। চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল তারা প্রথমটি জিতে।
শাদাব বল হতে নেয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছিল ২ উইকেট। শাদাব আক্রমণে আসার পর চোখের পলকে ওয়েস্ট ইন্ডিজ হয়ে যায় ৬ উইকেটে ৪৯। দলে ফেরা কায়রন পোলার্ড টিকে ছিলেন। কিন্তু ঝড় তুলতে পারেননি। ফেরেন ২৭ বলে ১৪ রান করে। দুটি করে চার ছক্কায় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের ২৭ বলে অপরাজিত ৩৪ শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের এনে দেয় ১১১ রান। ছোট রান তাড়ায় দাপট দেখাতে পারেনি পাকিস্তানও। তিন বছর পর দলে ফিরে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলে কামরান আকমল করেছেন ১৭ বলে ২২। তিনে নেমে বাবর আজম ২৯ করেন ৩০ বলে। পাঁচে নেমে ২৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন শোয়েব মালিক। তবে বল হাতে ভেল্কি দেখানো জয়ের নায়ক শাদাবের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১১১/৮ (পোলার্ড ১৪, ব্র্যাথওয়েট ৩৪*, হোল্ডার ১৪; ইমাদ ১/১২, তানভির ১/২১, হাসান ১/২৫, শাদাব ৩/৭, ওয়াহাব ১/৩৫০। পাকিস্তান : ১৭.১ ওভারে ১১৫/৪ (কামরান ২২, বাবর ২৯, মালিক ৩৮*; বদ্রি ১/২৪, হোল্ডার ২/২৭, ব্র্যাথওয়েট ১/১৮, পোলার্ড ১/১০)। ফল : পাকিস্তান ৬ উইকেটে জয়ী। সিরিজ : ৪ ম্যাচে ১-০তে এগিয়ে পাকিস্তান। ম্যান অব দ্য ম্যাচ : শাদাব খান (পাকিস্তান)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিষেক

২ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ