Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেম করছেন কেইট হাডসন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মিউজিশিয়ানরাই যেন অভিনেত্রী কেইট হাডসনের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ। তার আগের স্বামীটিও ছিলেন একজন রক তারকা আর এবারও তিনি একটি ব্যান্ডের বাদকের প্রেমে পড়েছেন।
এর আগে তিনি দ্য বø্যাক ক্রোজ ব্যান্ডের প্রধান ক্রিস রবিনসনের ঘর করেছেন। তাদের একমাত্র ছেলে রাইডারের বয়স এখন ১৩। ২০০৭ সালে ক্রিসের সঙ্গে কেইটের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও তিনি মিউজ ব্যান্ডের প্রধান ম্যাট বেলামির সঙ্গে প্রেম করেছেন; তাদের বাগদানও হয়েছিল। আর এবার তিনি প্রেম করছেন চিফ ব্যান্ডের বেসিস্ট মাইকেল ফুজুকাওয়ার সঙ্গে।
এক সূত্র জানিয়েছে কেইট আর মাইকেলকে সম্প্রতি অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এবং অবস্থাদৃষ্টে মনে হয়ে তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি।
সূত্র জানায় মধ্যাহ্ন ভোজনের পর তাদের কেইটের বাড়ির দিকে যেতে দেখা গেছে।
সূত্র নিশ্চিত করেছে তারা অবশ্যই প্রেমিক-প্রেমিকা, তারা তাদের সম্পর্কের ব্যাপারে কোনও লুকোছাপা রাখেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ