প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : অবনী মোহন দে, পুলক বন্দ্যোপাধ্যায়, অপনু বড়–য়া, শান্তি শর্মা এবং পন্ডিত তুষার দত্তের কাছে গানে তালিম নিয়ে নিয়মিত গান গেয়ে যাচ্ছেন এই সময়ের কণ্ঠশিল্পী চম্পা বণিক। বাজারে তার একটি একক অ্যালবাম থাকলেও এবারই প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম নিয়ে আসছেন। বাসু দেব’র সঙ্গীতায়োজনে এরইমধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক। একটি হচ্ছে ‘তুমি কেমন করে গান করো হে গুণী’ এবং অন্যটি হচ্ছে ‘ওলো সই’। চম্পা জানান, তিনটি কিংবা চারটি গানের সমন্বয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। চম্পা বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল একটি রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম করার। বাসু দাদা খুব সহযোগিতা করছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। সেই সাথে আমার পরিবারের সহযোগিতাতো আছেই। ভক্তদের জন্যই আমার এই অ্যালবাম করা। পাশাপাশি আমার স্বপ্ন পূরণের একটি বিষয়তো রয়েছেই।’ এদিকে নিয়মিত স্টেজ শো করছেন চম্পা বণিক। ২৮ মার্চ সুনামগঞ্জের ছাতকে সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এছাড়া ৮ এপ্রিল সিলেটে সঙ্গীত পরিবেশন করবেন। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় শীর্ষ ১০-এ এসে নিজেকে সেখানে থেকে সরিয়ে নেন চম্পা বণিক। ২০১০ সালে ‘সেরাকন্ঠ’ প্রতিাযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন চম্পা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর সঙ্গীতে চম্পা প্রথম প্লে-ব্যাক করেন। ২০১০ সালে তার প্রথম একক অ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’ লেজার ভিশনের ব্যানার থেকে বাজারে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।