Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামিয়া মার্কেট বণিক সমিতি অর্থ আত্মসাৎ মামলায় সভাপতি-সেক্রেটারিসহ গ্রেফতার ৪

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অর্ধকোটি টাকা আত্মসাতের মামলায় রাজধানীর ইসলামিয়া মার্কেট বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আলী আক্কাস, সহ-সভাপতি মো. আমির খোকন ও সাবেক সভাপতি মো. মকবুল হোসেন খান।
দুদকের উপ-পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেফতার করেন। গত বছরের ৬ ডিসেম্বর এই চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক রফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে তাদের গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামিয়া মার্কেট বণিক সমিতি অর্থ আত্মসাৎ মামলায় সভাপতি-সেক্রেটারিসহ গ্রেফতার ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ