Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গি ও মাদক মুক্ত সমাজ গড়তে হবে-বজলুল হক হারুন এমপি

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর উপজেলা সংবাদদাতা : ধর্মবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ-সউদী আরব সংসদীয় মৈত্রী গ্রæপের সভাপতি, বজলুল হক হারুন এমপি বলেছেন, জঙ্গি ও মাদক মুক্ত সমাজ গড়তে হবে। জঙ্গিরা দেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করার জন্য সাধারণ মানুষকে মিথ্য বুঝিয়ে জঙ্গি বানানোর চেষ্টা করছে, জঙ্গিরা মুলত জামায়াতের গড়া দল। এরা এক এক সময় এক এক নাম ধরে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করে আসছে। এরা দেশ ও জাতির শত্রু। এদের প্রতিহত করতে হবে। তিনি গতকাল শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডা. শরিফ মুহাম্মাদ ফয়েজুল আলম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার প্রমুখ। পরে বিকাল ৪টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পাড়–ল এর সভাপতিত্বে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বজলুল হক হারুন এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ