Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় টার্গেট কিলিং মিশনে ভাড়াটে সন্ত্রাসীরা বেপরোয়া ব্যবসায়ীর পর পিটিআই প্রশিক্ষককে হত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে : খুলনায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইন্সট্রাক্টর মো. মাহবুব মোস্তফাকে (৩৬) হত্যার চেষ্টায় গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুর সোয়া ২টার দিকে জুম্মার নামাজ পড়ে বাসায় ফেরার পথে নগরীর পিটিআই মোড়ের সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতের গলির মধ্যে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের একটি গুলি তার কোমরে বিদ্ধ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি একই এলাকায় পিটিআই মোড়ের অদুরে নগরীর আহসান আহমেদ রোডে কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনি (৪০) কে হত্যা চেষ্টায় গুলি করেছিল দুর্বৃত্তাভা। এ দু’টি ঘটনার সাদৃশ্য ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, টার্গেট কিলিং মিশনে ভাড়াটে সন্ত্রাসীরাই হত্যা চেষ্টা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানান, পিটিআই জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে খানজাহান আলী রোডের ৭০/১নং মো. ওয়াহিদ হোসেনের বাড়িতে ফিরছিলেন তিনি। ওই বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী আসমা উল হুসনা (বিএল কলেজে ভ‚গোল বিভাগের অধ্যাপক) ও একমাত্র কন্যা শিশুকে নিয়ে বসবাস করতে তিনি। সেন্ট মার্টিনস প্যাথলজিক্যাল ল্যাবরটরির গেট দিয়ে ঢুকে গলি দিয়ে বাসায় যাওয়ার পথে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে পৌঁছালে আচনক শব্দ শুনে পিছনে ফিরেই দুর্বৃত্তদের অভিসন্ধি বুঝতে পেরে দৌড় দেন তিনি। এ অবস্থায় দুর্বৃত্তরা পিছন দিক থেকে গুলি বর্ষণ করে। গুলিটি তার কোমরের বাম পাশে বিদ্ধ হলে ঘটনাস্থলেই ঢলে পড়েন তিনি। আহতের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ করে গুলি চালিয়েই পালিয়ে যায়। খুলনা পিটিআই ইন্সট্রাক্টর মাহবুব মোস্তফার গ্রামের বাড়ি সাতক্ষীরার রতনপুর গ্রামে।
আহতের স্ত্রী অধ্যাপক আসমা উল হুসনা বলেন, “আমি শুনেছি-হামলাকারীরা দু’জন ছিল। তাদের দু’জনের কাউকে তিনি (মাহবুব মোস্তফা) চিনেন না। ইতিপূর্বে কখনোই দেখেননি। এ মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।” খুলনা সদর থানার ওসি তদন্ত মো. হুমায়ুন কবির বলেন, গুলিবিদ্ধ মাহবুব মোস্তফাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের পেছনে গুলিটি লেগেছে। ঘটনার পরপরই জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এদিকে, খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ পিটিআই প্রশিক্ষককে দেখতে যান। এসময় তিনি বলেন, “পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খুলনায় অবস্থানকালীন এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর খুলনা থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিআইবি’র কর্মকর্তারা ঘটনাস্থলটি পরিদর্শন করেন।
প্রসঙ্গত, একই এলাকায় পিটিআই মোড়ের অদুরে নগরীর আহসান আহমেদ রোডে কম্পিউটার ব্যবসায়ী নাজমুল আহসান রনি (৪০) কে গুলি করেছিল দুর্বৃত্তরা। গত ১৫ ফেব্রুয়ারি প্রাতঃভ্রমণে বের হলে এ ঘটনা ঘটে। দেশব্যাপী কম্পিউটার ব্যবসায়ীরা ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিগত এক মাসের দীর্ঘ সময়ে হামলাকারীদের সনাক্ত করতে পারেনি পুলিশ!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ