Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টি-২০ সিরিজে বাংলাদেশকে পাকিস্তানের আমন্ত্রণ!

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী জুলাই মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরের কথা পাকিস্তান ক্রিকেট দলের। তবে আইসিসির এফটিপিতে পূর্ব নির্ধারিত এই সফরসূচিকে সামনে রেখে নুতন কৌশল অবলম্বন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মে মাসে পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে খেলতে আমন্ত্রণ জানাতে চায় তারা, গতকাল পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য ডন’ এই সংবাদ প্রকাশ করেছে। সম্প্রতি লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগের (পি এসএল) ফাইনালে এনামুল হক জুনিয়রকে খেলার অনুমতি দিয়ে এবং বিসিবি’র নিরাপত্তা প্রতিনিধিকে তাদের নিরাপত্তা সম্পর্কে ধারণা দেয়ায় আন্তর্জাতিক ম্যাচ ফিরে পেতে বাংলাদেশকে এ প্রস্তাব দেয়ার কথা ভাবছে পিসিবি। তবে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন আপাতত এফটিপির বাইরে অন্য কোনো ম্যাচ খেলা সম্ভব নয় বলে মনে করছেন ‘এখনো পিসিবি’র তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ পাইনি। তাছাড়া আমরা তাদের অনুরোধ রেখে বাংলাদেশ নারী দলকে গত বছর সেখানে পাঠিয়েছি। এর পর তো আর কোনো দাবি তাদের পক্ষ থেকে ওঠার কথা নয়। তাছাড়া এফটিপির বাইরে আমাদের খেলার সুযোগও দেখছি না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ