Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাকি দুই জনের পরিচয় মিলেনি ছায়ানীড়ে নিহত এক পরিবারের তিন জনের দাফন

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সীতাকুন্ড পৌরসভার ছায়ানীড় অপারেশন অ্যাসল্ট সিক্সটিনে নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের শিশুসহ তিনজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরিবার লাশ নিতে অস্বীকৃতি জানানোর পর পুলিশ গত সোমবার আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে তা হস্তান্তর করে।
আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্ববধানে ওইদিন রাতে নগরীর স্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে লাশ দাফন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, নিহত মোহাম্মদ কামাল ও তার স্ত্রী জোবায়দা এবং তাদের দুই বছর বয়সী শিশু সন্তানের লাশ দাফন করা হয়েছে।
নিহত পাঁচজনের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের দাফন করা হয়নি বলে জানিয়েছেন রেজাউল মাসুদ। পরিচয় শনাক্ত না হওয়া দু’জনের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে। সেখানে ডিএনএ টেস্ট হবে।
কামালের বাবা মোজাফফর আহমদ এবং জোবাইদার বাবা নুরুল আলম ও ভাই জিয়াবুল হক সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এসে তিনজনের লাশ শনাক্ত করেন। দুই পরিবারেরই বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে।
এর আগে ১৫ মার্চ সীতাকুন্ড পৌরসভার নামারবাজার আমিরাবাদের সাধন কুটির থেকে এক নারীসহ দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কলেজ রোডের চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার ছায়ানীড় ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচজন মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ