Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী সরকার আরবি ভাষা শিক্ষার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে -এমপি নদভী

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া থেকে ফিরে মো. সাদাত উল্লাহ : ইসলামিক ফাউন্ডেশেনের গভর্নর, আল্লাম ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাতকানিয়া-লোহাগাড়ার এমপি প্রফেসর ড. আবু রেজা মুহা. নেজামুদ্দিন নদভী বলেছেন সউদী সরকার আরবি ভাষা শিখার জন্য বাংলাদেশকে ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মাদরাসাসহ সকল শিক্ষার্থীরা আরবি থেকে আরবি অনুবাদ ও আরবি ভাষা নিয়ে গবেষণা করার জন্য এসব অনুদান দিয়েছেন। মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য বর্তমান সরকার ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ফাজিল, কামিলকে এর অধিভুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে মাদরাসার শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের ভূমিকা রয়েছে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এর সাতকানিয়া আলিয়া মাদরাসায় নবনির্মিত ভবন উদ্ভোধন ও ছাত্র শিক্ষক, অভিভাবকদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি নদভী আরো বলেন সউদী সরকার বাংলাদেশের ৫ শতাধিক মসজিদ নির্মাণ ও ইসলামিক রিসার্চ সেন্টার নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার এলাকার ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার ৫ বছরের পুরো সময়ে সরকার থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছি। এর মধ্যে নদী ভাঙ্গনের ৫৭৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সাতকানিয়া আলীয়া মাদরাসার গভর্নিং বোডির সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হোসেন, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি), মো. আসিফ ইমতিয়াজ, বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার ফরিদুল আলম, কাউন্সিলর সোহেল, অধ্যাপক আলমগীর ও মাদরাসা অধ্যক্ষ আব্দুল আজিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ