Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইমার্জিং কাপে নাসির, মুমিনুল

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় দলে অনেকটাই উপেক্ষিত থাকলেও ইমার্জিং কাপে ডাক পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। নাসির ছাড়াও বাংলাদেশ দলে থাকছেন মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক এবং আবুল হাসান রাজু। গত ১১ মার্চ থেকে শুরু হয়েছে ১৭ সদস্যের প্রাথমিক দলের অনুশীলন ক্যাম্প।
এশিয়ার চার টেস্ট দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ এশিয়ার আট দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ২৭ মার্চ থেকে বাংলাদেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। ম্যাচগুলো হবে ওয়ানডে ফরম্যাটে। টেস্ট খেলুড়ে চার দল জাতীয় দলের চারজন করে ক্রিকেটার রাখতে পারবে। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রথম দিনেই নিজ নিজ ম্যাচে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আগামী ৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ