নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সফরকারী শ্রীলঙ্কা ইমার্জিং দলে বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রোমাঞ্জকর ম্যাচে সফরকারীদের ২ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে টাইগার যুবারা।
গতকাল সাভারের বিকেএসপির মাঠে আগে ব্যাট করে লঙ্কানরা ৪৯.৪ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ২৭৩ রান। ৩ বল ও ২ উইকেট হাতে রেখে বাংলাদেশ জয় তুলে নেয়। দলকে জেতাতে শেষ ওভারে ৩ বলে দুই ছক্কা হাঁকান ইয়াসিন আরাফাত (১২*)।
লঙ্কান ওপেনার নিশাঙ্কা ৫৭ বলে আট বাউন্ডারিতে করেন ৫৫ রান। দলপতি আশালঙ্কার ব্যাট থেকে আসে ৪৫। ইনিংস সর্বোচ্চ ৬৫ রান করেন কামিন্দু মেন্ডিস। ড্যানিয়েলের ব্যাট থেকে আসে ৪৩ রান। বাংলাদেশের শফিকুল ইসলাম তিনটি, নাঈম হাসান দুটি এবং সুমন খান, আমিনুল ইসলাম ও ইয়াসিন আরাফাত একটি করে উইকেট নেন।
২৭৪ রানের লক্ষ্যে ৬৪ রানে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে দলপতি নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলির ১২০ রানের জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। ৮৮ বলে ৯ চার আর এক ছক্কা ৭৭ রান করেন শান্ত। চার নম্বরে নেমে ইয়াসির ৯৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ম্যাচসেরা ৮৫ রানের ইনিংস খেলেন ইয়াসির। আগামী ২৪ আগস্ট খুলনায় সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।