Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপস্থাপনায় ব্যস্ত এ্যানি খান

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী-মডেল এ্যানি খান। বর্তমানে চারটি চ্যানেলে পাঁচটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। তার উপস্থাপনায় এসএ টিভিতে প্রতি সোমবার ‘সাইনঅন’, একই চ্যানেলে প্রতি শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত ‘এসএ লাইভ স্টুডিও’, প্রতি বুধবার রাত ৮.১৫ মিনিটে এনটিভিতে ‘গিøটার রান্নাঘর’, রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রচার হয় ‘টি টাইম টি ব্রেক’ এবং এটিএন বাংলায় পনেরো দিন পরপর মঙ্গলবার সন্ধ্যা ৬.১৫ মিনিটে প্রচার হয় ‘চার দেয়ালের কাব্য’। শুধু উপস্থাপনাতেই নয় অভিনয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন এ্যানি। বৈশাখী টিভিতে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এ নিয়মিত অভিনয় করছেন তিনি। এই ধারাবাহিকে অভিনয় করে অনেক সাড়া পাচ্ছেন তিনি। এদিকে আজ এ্যানির জন্মদিন। তবে জন্মদিনে বিশেষ কোনো আয়োজন থাকছে না। তার বাবা হাবিব উল্যাহ খানকে হারানোর পর থেকে জন্মদিনে তেমন কিছুই করেন না তিনি। মা রওশন আরা পারুল, ভাই ওমর ফারুক’র সঙ্গেই সময় কাটে ঘরোয়াভাবে। এ্যানি বলেন, ‘২০১২ সালে বাবার সঙ্গে শেষ জন্মদিন উদযাপন করেছি। তারপর জন্মদিনে তেমন বিশেষ কিছু করা হয় না। বাবাকে প্রতি মুহূর্তে খুব মিসকরি। আমার বাবাই ছিলেন আমার পৃথিবী। হয়তো জীবনের প্রয়োজনে কাজ করছি। কিন্তু কাজের মাঝেও বাবাকে মনে পড়ে, মন খারাপ হয়। মাঝে মাঝে এতো বেশি মন খারাপ হয় যে কিছুই ভালোলাগে না। তারপরও জীবন চলে জীবনের নিয়মে। এরই মাঝে বেঁচে থাকতে হবে।’ এদিকে এ্যানি খান জানান ২০১৮ সালে তিনি পারিবারিক আয়োজনের মধ্যদিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপস্থাপনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ