প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার রোজায় ইফতারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙ্গা টিভি, দীপ্ত টিভি, চ্যানেল টুয়েন্টিফোর ও এসএটিভিতে ইফতারের আগে তার উপস্থাপনায় রাধুনী ‘ইফতারের আয়োজনে’ অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জাহিদ হাসান সুমন। অনুষ্ঠানটির উপস্থাপনা প্রসঙ্গে পুর্ণিমা বলেন, ‘এর আগে দেশের বিভিন্ন চ্যানেলে ইফতারের আয়োজন অনুষ্ঠানে আমি অতিথি হিসেবে অংশগ্রহণ করেছি। এবার প্রথম ইফতারের আয়োজনে’র ৩০ পর্ব উপস্থাপনা করেছি। এ ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে খুব ভালো লেগেছে। সেরা রাঁধুনীর বিচারক হিসেবে আমি কাজ করেছি, এই অনুষ্ঠানে আমি উপস্থাপিকা হিসেবে কাজ করেছি। আশা করি, অনুষ্ঠানটির নানা ধরনের আয়োজন দর্শকের ভালো লাগবে।’ উল্লেখ্য, পূর্ণিমা সর্বশেষ দেশটিভিতে ‘পূর্ণিমার আলো’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পূর্ণিমা সর্বশেষ দু’টি সিনেমাতে অভিনয় করেছেন। একটি ‘জ্যাম’ ও অন্যটি ‘গাঙচিল’। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।