Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর উপস্থাপনায় নওশীন

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৭:০৬ পিএম, ৩ মার্চ, ২০১৮

বিনোদন রিপোর্ট: একসময় অভিনেত্রী নওশীন ছিলেন আরজে, তারপর টেলিভিশন উপস্থাপনা, ধীরে ধীরে অভিনয় জগতে বিচরণ। দীর্ঘদিন ধরে তিনি উপস্থাপনায় নেই। তবে আবারও তিনি উপস্থাপনা শুরু করেছেন। বৈশাখী টেলিভিশনের নতুন গেম শো এরফান চিনিগুড়া চাল নিবেদিত ‘লেডি উইনার’র মাধ্যমে। অনুষ্ঠানটি সম্প্রচার হবে প্রতি শুক্রবার রাত ৮ টা ৩০ মিনিটে। অনুষ্ঠানে প্রতি পর্ব অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা। নাচ, গান, অভিনয়, গেম, কুইজ, ছবি দেখে বলা সহ নানা সেগমেন্টে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। নওশীন বলেন, অভিনয়ের পাশাপাশি আমি উপস্থাপনা ভীষণ উপভোগ করি। দীর্ঘদিন বিরতি প্রসঙ্গে তিনি জানান, আসলে আমি গতনুগতিক ধারার বাইরে কিছু করতে চাইছিলাম। সেরকম পাচ্ছিলাম না বলে উপস্থাপনা করা হয়ে উঠেনি। হঠাৎ বৈশাখী টেলিভিশনের লেডি উইনার’র উপস্থাপনার অফারটি পাই, অনুষ্ঠানের স্ক্রিপ্ট দেখে মনে হয়েছে একটু আলাদা। তারপর শুরু করলাম। আশা করি, দর্শকদের ভালো লাগবে। অনুষ্ঠান প্রযোজনা করেছেন এস আলী সোহেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপস্থাপনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ